Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 30th August 2022 Current Affairs in Bengali | 30th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th August 2022 Current Affairs in Bengali | 30th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th August 2022 Current Affairs in Bengali | 30th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1.”International Whale Shark Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 30th আগষ্ট
2. জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৩০শে আগস্ট
3. উত্তরপ্রদেশ -সরকার কোন শহরকে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে?
উত্তর:- কনৌজ
4. কে সম্প্রতি 8 তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল MSME স্টার্ট আপ এক্সপো এবং সামিট 2022 এর উদ্বোধন করেছেন?
উত্তর:- লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
5. ‘স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর/ পরিচ্ছন্ন উপকূল নিরাপদ সাগর’ প্রচারণার লোগোর নাম কী দেওয়া হয়েছে ?
উত্তর:- ভাসুকি (Vasuki)
6. ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী সম্প্রতি কোন অপারেশন শুরু করেছে?
উত্তর:- অপারেশন যাত্রী নিরাপত্তা
7. মহারাষ্ট্রের প্রথম দিব্যাং পার্ক কোথায় নির্মিত হলো?
উত্তর:- নাগপুর
8. সম্প্রতি যুক্তরাজ্যের কোন বিমানবাহী বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ভেঙে পড়েছে?
উত্তরঃ HMS Prince of Wales
9. এ আর রহমানের সম্মানে কোন দেশে একটি রাস্তার নামকরণ করা হয়েছে?
উত্তরঃ কানাডা
10. সম্প্রতি মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়ার MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর: সন্তোষ আইয়ার
11. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী সভাপতির পদ সম্প্রতি কে নিয়োজিত হয়েছেন?
উত্তরঃ আদিল সুমারিওয়ালা
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।