Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 2nd October 2022 Current Affairs in Bengali | 2nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd October 2022 Current Affairs in Bengali | 2nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd October 2022 Current Affairs in Bengali | 2nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “আন্তর্জাতিক অহিংসা দিবস” (International Day of Non-Violence) কবে পালিত হয়ে থাকে ?
উত্তর:- ২রা অক্টোবর
- “গান্ধী জয়ন্তী” (Gandhi Jayanti) কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- ২রা অক্টোবর
- লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- ২রা অক্টোবর
- ASCI এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো ?
উত্তর:- এন এস রাজন (NS Rajan).
- কোন ভাষার জন্য সহজে অনুসন্ধানের জন্য ICCR Google এর সাথে একটি MoU স্বাক্ষর করল?
উত্তর:- সংস্কৃত (Sanskrit).
- কোন কোম্পানি ইভির জন্য ভারতের প্রথম 3000F উচ্চ ক্ষমতার সুপারক্যাপাসিটার তৈরি করল?
উত্তর:- GODI ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (GODI India Private Limited).
- ভারত সম্প্রতি কোন দেশের সাথে ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা রপ্তানির চুক্তি স্বাক্ষর করল?
উত্তর:- আর্মেনিয়া (Armenia).
- কত সাল নাগাদ Jio সারা ভারতে 5G নেটওয়ার্ক সরবরাহ করতে চলছে ?
উত্তর:- ডিসেম্বর 2023
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যের রাস্তাগুলিকে নিরাপদ করতে সম্প্রতি কোন নীতির কথা ঘোষণা করলেন?
উত্তর:- ‘4-গুণ কৌশল’ নীতি
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় “স্বর্ণিম গুজরাট স্পোর্টস ইউনিভার্সিটি” -র উদ্বোধন করলেন।
উত্তর:- গুজরাটের ডেসারে
❏ 1st অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।