Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd November 2023 Current Affairs in Bengali Quiz | 2nd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd November 2023 Current Affairs in Bengali Quiz | 2nd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
2nd November 2023 Current Affairs in Bengali Quiz | 2nd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি চালু হওয়া “অপারেশন শেশা’ (Operation Sesha) এর উদ্দেশ্য কী?
উত্তর:- কাঠ জাত দ্রব্যের অবৈধ বাণিজ্য দমন করা।
2. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘আবুয়া আবাস যোজনা’ (Abua Awas Yojna) চালু করেছে?
উত্তর:- ঝাড়খণ্ড
3. সম্প্রতি কোন দেশ ভারতীয়দের ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দিয়েছে?
উত্তর:- থাইল্যান্ড
4. কোন ড্রোন কোম্পানি সম্প্রতি DGCA থেকে সার্টিফিকেশন পেয়েছে?
উত্তর:- থ্রটল অ্যারোস্পেস সিস্টেম
5. বিশ্বের প্রথম AI সেফটি সামিট কোন দেশে আয়োজিত হচ্ছে? (world’s first AI Safety Summit)
উত্তর:- ব্রিটেন
6. ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন কে?
উত্তর:- শেখর কাপুর
7. ইংল্যান্ডের কোন ক্রিকেটার 2023 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছে?
উত্তর:- ডেভিড উইলি (David Wiley)
8. ওয়ানডে ক্রিকেটে দ্রুততম 100 উইকেট নেওয়ার প্রথম খেলোয়াড় কে?
উত্তর:- শাহীন আফ্রিদি
9. সম্প্রতি ক্রিকেট সম্পর্কিত ‘বেসবল’ শব্দটি কোন অভিধানে যোগ করা হয়েছে?
উত্তর:- কলিন্স (Collins)
10. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা 37th National Games -এর অফিসিয়াল স্পন্সর হলো কোন কোম্পানি?
উত্তর:- Paytm.
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।