2nd November 2022 Current Affairs in Bengali | 2nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 2nd November 2022 Current Affairs in Bengali | 2nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd November 2022 Current Affairs in Bengali | 2nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

2nd November 2022 Current Affairs in Bengali | 2nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “Indian Arrival Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 2nd নভেম্বর

  1. কোন কোম্পানি ভারতের সবচেয়ে টেকসই তেল এবং গ্যাস কোম্পানি হিসাবে স্বীকৃত হয়েছে?

উত্তর:- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড

  1. কোন উত্তর-পূর্ব রাজ্যে প্রথম মৎস্য জাদুঘর স্থাপন হতে চলেছে ?

উত্তর:- অরুণাচল প্রদেশ

  1. ICAR-SBI-এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- ডঃ জি হেমাপ্রভা (Dr. G Hemaprabha).

  1. সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সম্প্রতি কে জয়লাভ করলেন ?

উত্তর:- লুইস ইনাসিও লুলা দা সিলভা

  1. সম্প্রতি RBI কোন নতুন পাইলট প্রকল্প চালু করলো?

উত্তর:- ডিজিটাল রুপি

  1. ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ কে জয়লাভ করলো?

উত্তর:- স্পেন

  1. সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবলসের শিরোপা কে জিতলেন?

উত্তর:- সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি

  1. উত্তর ভারতের প্রথম ডেটা সেন্টার কোন রাজ্যে স্থাপিত হলো?

উত্তর:- উত্তর প্রদেশ

  1. সম্প্রতি রাজস্থানের কোন স্থানকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তর:- মানগড় ধাম

  1. সাউথ ব্লকে সম্প্রতি কে গার্ড অব অনার পেলেন?

উত্তর:- লেফটেন্যান্ট জেনারেল বাটু শেরিং (Batoo Tshering).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।