2nd February 2024 Current Affairs in Bengali Quiz | 2nd ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “বিশ্ব জলাভূমি দিবস” (World Wetlands Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 2nd ফেব্রুয়ারী
2. অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ বিভাগে একক শিরোপা জিতলেন কে?
উত্তর:- জনিক পাপী (Janic Sinner)
3. সম্প্রতি TATA কোম্পানি কার সাথে ভারতের প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার সমাবেশ লাইন স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- এয়ারবাস (Airbus)
4. উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে ইউপি পুলিশে DSP পদে নিযুক্ত করেছে?
উত্তর:- দীপ্তি শর্মা (Deepti Sharma).
5. সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে?
উত্তর:- তন্ময় আগরওয়াল
6. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘রোড সেফটি ফোর্স’ চালু করেছে?
উত্তর:- পাঞ্জাব
7. সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?
উত্তর:- প্রসন্ন বি ভারালে (Prasanna B Varale)
8. ’84 তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- মুম্বাই
9. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া ‘SADA TANSEEQ’ আয়োজন করছে?
উত্তর:- সৌদি আরব
10. সম্প্রতি ভিরা রানা ভারতের কোন রাজ্যের চিপ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?
উত্তর:- মধ্যপ্রদেশ।