2nd December 2022 Current Affairs in Bengali | 2nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 2nd December 2022 Current Affairs in Bengali | 2nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd December 2022 Current Affairs in Bengali | 2nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

2nd December 2022 Current Affairs in Bengali | 2nd ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কোন শহর 59তম এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন সাধারণ পরিষদ 2022 হোস্ট করছে?

উত্তর:- নয়াদিল্লি

  1. কোন ভারতীয় শহর 2023 সালের ফেব্রুয়ারিতে G20 অর্থমন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলছে?

উত্তর:- ব্যাঙ্গালোর

  1. সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- প্রসূন জোশী (Prasoon Joshi).

  1. নাইট ফ্র্যাঙ্কের গ্লোবাল প্রাইম সিটিজ ইনডেক্সে মুম্বাইয়ের স্থান কত?

উত্তর:- 22 তম

  1. সম্প্রতি কোন IAS অফিসারকে UPSC -এর সদস্য হিসাবে নিযুক্ত করা হলো?

উত্তর:- প্রীতি সুদান

  1. ভারতীয় সেনাবাহিনী ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য কোন প্রাণীদের প্রশিক্ষণ দিচ্ছে?

উত্তর:- কুকুর এবং ঘুড়ি (চিল)

  1. মার্চ 2024 এর মধ্যে কোন এয়ারলাইন টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার সাথে একীভূত হতে চলেছে?

উত্তর:- বিস্তারা (Vistara).

  1. কে ‘জাতীয় গোপাল রত্ন পুরস্কার’ -এ ভূষিত হলেন?

উত্তর:- সঞ্জীব বলিয়ান (Sanjeev Balyan).

  1. ভারতীয় নৌবাহিনীর নতুন ‘সার্ভে শিপ’ টির নাম কী রাখা হয়েছে?

উত্তর:- ইক্ষক (Ikshak).

  1. সম্প্রতি কোন দেশের ‘আগন্তুক’ (Agantuk) নামক চলচ্চিত্রটি IFFI এর ফিল্ম বাজার বিভাগে প্রসাদ DI পুরস্কার জিতলো?

উত্তর:- বাংলাদেশ

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।