2nd August 2023 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 2nd August 2023 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd August 2023 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

2nd August 2023 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব ফুসফুসের ক্যান্সার দিবস” (World Lung Cancer Day) কবে পালিত হয়?

উত্তর:- 1st আগস্ট

2. আইকনিক পাখির লোগো প্রতিস্থাপনের পর টুইটারের নতুন লোগো কী?

উত্তর:- ইংরেজি অক্ষর ‘X’

3. 2023 সালের হিসাবে বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তি কোনটি?

উত্তর:- স্ট্যাচু অফ ইউনিটি (Statue of Unity)

4. 31শে জুলাই 2023 অনুযায়ী রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

উত্তর:- Elon Musk

5. পুনেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে সম্মানিত হলেন?

উত্তর:- নরেন্দ্র মোদী

6. অত্যাবশ্যকীয় জিনিসপত্র বহনকারী প্রথম গুডস ট্রেন কোন রাজ্যে চালু হয়েছে?

উত্তর:- মণিপুর

7. ইংল্যান্ডের কোন ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন?

উত্তর:- স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)

8. ভারতের সভাপতিত্বে G20 এমপাওয়ার সামিট কোন শহরে অনুষ্ঠিত হলো?

উত্তর:- গান্ধীনগর

9. কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার টানা 8 বারের জন্য বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছে?

উত্তর:- ম্যাক্স ভার্স্টাপেন

10. কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘ULLAS: New India Literacy Programme’-এর মোবাইল অ্যাপ চালু করেছেন?

উত্তর:- ধর্মেন্দ্র প্রধান।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।