29th September 2022 Current Affairs in Bengali | 29th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 29th September 2022 Current Affairs in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th September 2022 Current Affairs in Bengali | 29th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



29th September 2022 Current Affairs in Bengali | 29th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব হার্ট দিবস” (World Heart Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th সেপ্টেম্বর

  1. ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিলের নতুন CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো ?



উত্তর:- বিনায়ক গডসে (Vinayak Godse).

  1. সম্প্রতি কোথায় লতা মঙ্গেশকর চক (chowk) উদ্বোধন করা হলো ?

উত্তর:- অযোধ্যা (Ayodhya)

  1. নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে সম্প্রতি কাকে নিয়োজিত করা হলো ?

উত্তর:- লেঃ জেনারেল অনিল চৌহান (Lt. General Anil Chauhan).

  1. নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো ?




উত্তর:- আর. ভেঙ্কটরামণি (R. Venkatramani)

  1. বাঘ সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের প্রথম বাঘ সংরক্ষণাগার কোথায় তৈরি হতে চলেছে ?

উত্তর:- বুন্দেলখণ্ডের রানীপুর টাইগার রিজার্ভ

  1. কার নামে চিপি গ্রিনফিল্ড বিমানবন্দরের নামকরণ হতে চলেছে?

উত্তর:- ব্যারিস্টার নাথ পাই (Barrister Nath Pai).

  1. “বিশ্ব সমুদ্র দিবস” (World Maritime Day) কবে পালিত হয়?

উত্তর:- 29th সেপ্টেম্বর

  1. সম্প্রতি পল্লী ও গ্রাম উন্নয়ন মন্ত্রক কোন অ্যাপ লঞ্চ করলো ?

উত্তর:- জলদূত অ্যাপ (Jaldoot App)

  1. প্রযুক্তি খাতে মহিলাদের উন্নত করার জন্য অ্যামাজন সম্প্রতি কোন উদ্যোগ চালু করল?

উত্তর:- AmazeWIT সার্কেল (AmazeWIT Circles).

  1. ব্রিটানিয়া (Britannia) ইন্ডাস্ট্রিজের CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রাজনীত কোহলি (Rajneet Kohli).

  1. ব্রিটানিয়া (Britannia) ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ VC এবং MD হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?




উত্তর:- বরুণ বেরি (Varun Berry).

  1. ফিফা কোন প্ল্যাটফর্মে সুনীল ছেত্রীর উপর একটি সিরিজ প্রকাশ করতে চলছে ?

উত্তর:- ফিফা+ (FIFA+)

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।