Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th November 2022 Current Affairs In Bengali | 29th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th November 2022 Current Affairs In Bengali | 29th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
29th November 2022 Current Affairs In Bengali | 29th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হতে চলেছেন?
উত্তর:- পিটি উষা (PT Usha)
- ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি ‘সমনভায়া 2022’ (Samanvaya 2022) মহড়ার আয়োজন করলো কোথায়?
উত্তর:- আগ্রা (Agra).
- প্রথম ভারতীয় রাজ্য হিসেবে কোন রাজ্যের প্রতিটি জেলায় Jio 5G পরিষেবা চালু হয়েছে?
উত্তর:- গুজরাট
- ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি কোন দেশকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করলো?
উত্তর:- রাশিয়া
- সম্প্রতি কোন সংস্থা সফলভাবে ‘RH200’ সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করলো?
উত্তর:- ISRO
- কোন ব্যাঙ্ক সম্প্রতি প্রথম স্টিকার ভিত্তিক ডেবিট কার্ড ‘FIRSTAP’ চালু করেছে?
উত্তর:- IDFC FIRST Bank
- সম্প্রতি কোন রাজ্যে চিনাবাদাম উৎসব ‘কদলেকাই পারিশে’ (Kadlekai Parishe) শুরু হয়েছে?
উত্তর:- কর্ণাটক
- কোন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে?
উত্তর:- Board of Control for Cricket in India (BCCI)
- সম্প্রতি কোন রাজ্যে ‘সাঙ্গাই মহোৎসব 2022’ Sangai Mahotsav 2022) শুরু হয়েছে?
উত্তর:- মণিপুর
- 2023 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত সরকার কোন দেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে?
উত্তর:- মিশর
- “Aero India 2023” কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- বেঙ্গালুরু
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।