29th June 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 29th June 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th June 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th June 2023 Current Affairs in Bengali Quiz | 29th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতে “জাতীয় পরিসংখ্যান দিবস” (National Statistics Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th জুন।

2. সম্প্রতি দুর্ঘটনা গ্রস্থ টাইটান সাবমার্সিবলের উদ্ধার অভিযানে জড়িত ‘ভিক্টর 6000’ নামক রোবট কোন দেশে তৈরি হয়েছিল?

উত্তর:- ফ্রান্স

3. “জাতীয় জল পুরস্কার 2022” -এ সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

4. কোন কেন্দ্রীয় মন্ত্রক “PM-Kisan” নামক Mobile App লঞ্চ করেছে?

উত্তর:- কৃষি ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

5. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত “Energy Transition Index” -এ ভারতের স্থান কত?

উত্তর:- 67 তম

6. পাঞ্জাবের নতুন মুখ্য সচিব হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অনুরাগ ভার্মা (Anurag Verma).

7. ফিফা ক্লাব বিশ্বকাপ 2023 কোন শহরে অনুষ্ঠিত হবে?

উত্তর:- সৌদি আরবের Jeddah.

8. জাতিসংঘের মহাকাশ বিষয়ক নতুন Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- আরতি হোলা-মণি (Aarti Hola-Mani).

9. কোন বীমা কোম্পানি হোয়াটসঅ্যাপ এবং UPI -এর মাধ্যমে প্রিমিয়ামের জন্য অর্থ প্রদানের সুবিধা চালু করেছে?

উত্তর:- টাটা AIA (Tata AIA).

10. বিশ্ব ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টানা 100 টি টেস্ট ম্যাচ খেলেন কে?

উত্তর:- অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।