29th June 2022 Current Affairs in Bengali | 29th জুন 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th June 2022 Current Affairs in Bengali | 29th জুন 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th June 2022 Current Affairs in Bengali | 29th জুন 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 29th June 2022 Current Affairs in Bengali | 29th জুন 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



29th June 2022 Current Affairs in Bengali | 29th জুন 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. জাতীয় পরিসংখ্যান দিবস (National Statistics Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 29th জুন

  1. সম্প্রতি কোন রাজ্যে প্রথমবারের মতো ‘বিরল মাংসাশী উদ্ভিদ’ প্রজাতির সন্ধান পাওয়া গেছে?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. কে সম্প্রতি ‘Ranji Trophy 2022’ শিরোপা জিতেছেন?

উত্তর:- মধ্য প্রদেশ

  1. সম্প্রতি ‘India NCAP draft’ কে অনুমোদন করেছেন?



উত্তর:- Nitin Gadkari

  1. সম্প্রতি সুপ্রিম কোর্ট কোথায় গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে?

উত্তর:- ব্যাঙ্গালোর

  1. সম্প্রতি ‘ইন্ডিয়া ডেট রেজোলিউশন কোম্পানি’-এর প্রধান হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- অবিনাশ কুলকার্নি

  1. সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অনিল খান্না

  1. সম্প্রতি ‘UN Ocean Conference 2022’ কোথায় আয়োজিত হয়েছে?

উত্তর:- পর্তুগাল

  1. সম্প্রতি কোসানভ মেমোরিয়াল 2022 অ্যাথলেটিক্স মিটে নভজিৎ ঢিলন কোন পদক জিতেছেন?

উত্তর:- সোনা

  1. সম্প্রতি কে ‘blinkit’ অধিগ্রহণের ঘোষণা দিয়েছেন?

উত্তর:- Zomato

  1. সম্প্রতি ‘Mo Bus’ নামে কোন রাজ্যের গণপরিবহন পরিষেবা জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে?

উত্তর:- ওড়িশা

  1. কোন দেশের ক্রীড়াবিদ সিডনি ম্যাকলাফলিন সম্প্রতি 400 মিটার হার্ডলে বিশ্ব রেকর্ড ভেঙেছেন?

উত্তর:- আমেরিকা

  1. সম্প্রতি কেন্দ্রের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ কোন ব্যাঙ্কের সঙ্গে অংশীদার হবে?

উত্তর:- SBI Bank



Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।