Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th July 2022 Current Affairs in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th July 2022 Current Affairs in Bengali | 29th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 29th July 2022 Current Affairs in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
29th July 2022 Current Affairs in Bengali | 29th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “International Tiger Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 29th জুলাই
2. “মোহনবাগান দিবস” – কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 29th জুলাই
3. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে ‘বাল রক্ষা’ মোবাইল অ্যাপ চালু করেছেন?
উত্তর:- সর্বানন্দ সোনোয়াল
4. কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় দলের পতাকাবাহী করা হয়েছিল?
উত্তর:- পিভি সিন্ধু
5. সম্প্রতি কোন দেশ 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ- রাশিয়া
6. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক “গ্লোবাল এনার্জি প্রাইজ” জিতেছেন?
উত্তর:- কৌশিক রাজশেখর
7. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন তিনটি দেশকে সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে?
উত্তর:- উজবেকিস্তান, কম্বোডিয়া এবং আইভরি কোস্ট
8. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন পাবলিক এন্টারপ্রাইজ কোম্পানির পুনরুজ্জীবনের জন্য 1.64 লক্ষ কোটি টাকারও বেশি প্যাকেজ অনুমোদন করেছে?
উত্তর:- BSNL
9. সম্প্রতি আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোন ব্যাঙ্কের সাথে একটি ব্যাঙ্কাসুরেন্স অংশীদারিত্ব ঘোষণা করেছে?
উত্তর:- সিটি ইউনিয়ন ব্যাংক
10. আসামের কোন বিখ্যাত সাহিত্যিক সম্প্রতি মারা গেছেন?
উত্তর:- অতুলানন্দ গোস্বামী
11. সম্প্রতি কোন দেশে 300 বছর পর “লুলো রোজ” নামের বৃহত্তম গোলাপী হীরা পাওয়া গেছে?
উত্তর:- Angola
12. সম্প্রতি, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড কাকে একটি দেশীয়ভাবে তৈরি কুইক রিঅ্যাকশন ফাইটিং ভেহিকেল-মধ্যম প্রদান করেছে?
উত্তর:- ভারতীয় সেনাবাহিনী
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।