29th July 2022 Current Affairs in Bengali | 29th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th July 2022 Current Affairs in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th July 2022 Current Affairs in Bengali | 29th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 29th July 2022 Current Affairs in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



29th July 2022 Current Affairs in Bengali | 29th জুলাই 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “International Tiger Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th জুলাই

2. “মোহনবাগান দিবস” – কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th জুলাই



3. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে ‘বাল রক্ষা’ মোবাইল অ্যাপ চালু করেছেন?

উত্তর:- সর্বানন্দ সোনোয়াল

4. কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় দলের পতাকাবাহী করা হয়েছিল?

উত্তর:- পিভি সিন্ধু

5. সম্প্রতি কোন দেশ 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তরঃ- রাশিয়া

6. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক “গ্লোবাল এনার্জি প্রাইজ” জিতেছেন?

উত্তর:- কৌশিক রাজশেখর

7. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন তিনটি দেশকে সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে?

উত্তর:- উজবেকিস্তান, কম্বোডিয়া এবং আইভরি কোস্ট

8. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন পাবলিক এন্টারপ্রাইজ কোম্পানির পুনরুজ্জীবনের জন্য 1.64 লক্ষ কোটি টাকারও বেশি প্যাকেজ অনুমোদন করেছে?

উত্তর:- BSNL

9. সম্প্রতি আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোন ব্যাঙ্কের সাথে একটি ব্যাঙ্কাসুরেন্স অংশীদারিত্ব ঘোষণা করেছে?

উত্তর:- সিটি ইউনিয়ন ব্যাংক

10. আসামের কোন বিখ্যাত সাহিত্যিক সম্প্রতি মারা গেছেন?

উত্তর:- অতুলানন্দ গোস্বামী

11. সম্প্রতি কোন দেশে 300 বছর পর “লুলো রোজ” নামের বৃহত্তম গোলাপী হীরা পাওয়া গেছে?



উত্তর:- Angola

12. সম্প্রতি, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড কাকে একটি দেশীয়ভাবে তৈরি কুইক রিঅ্যাকশন ফাইটিং ভেহিকেল-মধ্যম প্রদান করেছে?

উত্তর:- ভারতীয় সেনাবাহিনী

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।