29th January 2023 Current Affairs in Bengali | 29th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 29th January 2023 Current Affairs in Bengali | 29th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th January 2023 Current Affairs in Bengali | 29th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th January 2023 Current Affairs in Bengali | 29th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন পুলিশ স্টেশন ২০২২ সালে সেরা পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হলো?

উত্তর:- ওড়িশার আস্কা থানা।

  1. ভারতের প্রথম অনলাইন গেমিং সেন্টার অফ এক্সিলেন্স সম্প্রতি কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

উত্তর:- মেঘালয়।

  1. সম্প্রতি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- ইঙ্গার অ্যান্ডারসন (Inger Anderson).

  1. সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা ম্যারাথন 2023-এ পুরুষদের বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন?

উত্তর:- স্ট্যানলি কিপ্রোটিচ বাজি (Stanley Kiprotich Bet).

  1. সম্প্রতি কোন রাজ্যে প্রথম সরস মেলা 2023 আয়োজন অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- জম্মু কাশ্মীর।

  1. কোন রাজ্যের পুলিশ সম্প্রতি সাইবার কংগ্রেস উদ্যোগ চালু করেছে?

উত্তর:- তেলেঙ্গানা।

  1. সম্প্রতি জাতীয় স্টার্টআপ অ্যাওয়ার্ডস 2022 এর বিজয়ীদের কে সম্মানিত করলেন?

উত্তর:- পীযূষ গয়াল।

  1. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘স্কুল অফ এমিনেন্স’ প্রকল্প চালু করেছে?

উত্তর:- পাঞ্জাব।

  1. সম্প্রতি কে ভারতের ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া স্নুকার ওপেন ক্রাউন 2023 জিতলো?

উত্তর:- লক্ষ্মণ রাওয়াত (Laxman Rawat).

  1. কোন দেশ সম্প্রতি 13তম আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার সভাপতিত্ব গ্রহণ করেছে?

উত্তর:- ভারত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।