29th August 2022 Current Affairs in Bengali | 29th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th August 2022 Current Affairs in Bengali | 29th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th August 2022 Current Affairs in Bengali | 29th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



29th August 2022 Current Affairs in Bengali | 29th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 1. “National Sports Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 29th আগষ্ট

  1. 2. “Telugu Language Day” কবে পালিত হয়ে থাকে?



উত্তর:- 29th আগষ্ট

3. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি গুজরাটে কোন স্মৃতিসৌধের উদ্বোধন করেলেন?

উত্তর:- স্মৃতি ভ্যান মেমোরিয়াল 2001 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য উৎসর্গীকৃত।

4. কবে পালিত হবে হরতালিকা তীজ?

উত্তর:- ৩০শে আগস্ট

5. জরুরী চিকিৎসা সেবার জন্য হেলিকপ্টার ব্যবহারের পাইলট প্রকল্প কোথায় হতে চলেছে ?

উত্তর:- AIIMS ঋষিকেশ

6. ভারতের কোন প্রস্তাব জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছে?

উত্তর:- 2023 কে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করা হবে

7. প্রিন্সেস ডায়ানার গাড়ি কত দামে নিলামে উঠল?

উত্তর:- 650,000 পাউন্ড

8. ভারতে ‘এক দেশ এক সার’-এর অধীনে বিক্রি করা সারের ব্র্যান্ডের নাম কী?

উত্তর:- ভারত

9. ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? উত্তর:- হার্দিক পান্ডিয়া




10. সম্প্রতি বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন?

উত্তর:- রেড বুল’স ম্যাক্স ভার্স্টাপেন




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।