29th April 2023 Current Affairs in Bengali Quiz | 29th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 29th April 2023 Current Affairs in Bengali Quiz | 29th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th April 2023 Current Affairs in Bengali Quiz | 29th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th April 2023 Current Affairs in Bengali Quiz | 29th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 29th এপ্রিল

  1. সম্প্রতি কোন রাজ্য ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে জনগণকে স্বস্তি দিতে ‘মেহনগাই রাহাত ক্যাম্প’ চালু করেছে?

উত্তর:- রাজস্থান

  1. সম্প্রতি প্রকাশিত 2023 সালে বিশ্বের ধনী শহরের তালিকায় শীর্ষে কোন শহর স্থান পেয়েছে?

উত্তর:- নিউইয়র্ক

  1. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2023 -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে কে সম্মানিত হলেন?

উত্তর:- আলিয়া ভাট (Alia Bhatt).

  1. সম্প্রতি প্রয়াত ডাঃ এন গোপালকৃষ্ণান কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- বিজ্ঞান

  1. কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে কতগুলি নতুন নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিয়েছে?

উত্তর:- 157 টি

  1. কোন দেশ ‘এশিয়া-প্যাসিফিক লিডারস কনক্লেভ অন ম্যালেরিয়া নির্মূল’ প্রোগ্রাম-এর আয়োজন করতে চলছে?

উত্তর:- ভারত

  1. দেশে রেডিও সংযোগ বাড়াতে প্রধানমন্ত্রী মোদি কতগুলি এফএম ট্রান্সমিটার উদ্বোধন করলেন?

উত্তর:- 91 টি।

  1. কে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে 12,000 রান করেছেন?

উত্তর:- পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

  1. ন্যাশনাল মেডিকেল ডিভাইস পলিসির আওতায় কয়টি মেডিকেল ডিভাইস পার্ক স্থাপিত হতে চলেছে?

উত্তর:- 04

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।