Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 28th September 2022 Current Affairs in Bengali | 28th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th September 2022 Current Affairs in Bengali | 28th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
28th September 2022 Current Affairs in Bengali | 28th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব জলাতঙ্ক দিবস” (World Rabies Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 28th সেপ্টেম্বর
- “বিশ্ব পর্যটন দিবস” (World Tourism Day) কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- 27th সেপ্টেম্বর
- সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের Director General হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর:- রাজীব বাহল (Rajiv Bahl).
- Railtel -এর নতুন চেয়ারম্যান ও MD হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?
উত্তর:- সঞ্জই কুমার (Sanjai Kumar).
- 2020-21 জাতীয় পরিষেবা স্কিম পুরস্কার সম্প্রতি কে পেশ করলেন ?
উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu).
- ভারতের কোন জেলা ব্যাঙ্কিং কার্যক্রমের 100 শতাংশ ডিজিটাইজেশন অর্জন করেছে?
উত্তর:- লেহ (Leh)
- সম্প্রতি কোন ভারতীয় ব্যাঙ্ক এথিক্যাল হ্যাকিং ল্যাব প্রতিষ্ঠা করলো?
উত্তর:- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India).
- ইতালির পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিতে চলেছেন ?
উত্তর:- জর্জিয়া মেলোনি (Giorgia Meloni).
- ড্রিম স্পোর্টসের চিফ ডাটা অফিসার হিসেবে কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- ডঃ অনন্ত সুন্দররাজন (Dr. Anantha Sundararajan).
- আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোন ক্রিকেটার ?
উত্তর:- বিরাট কোহলি (Virat Kohli).
- BPCL অপরিশোধিত তেলের উৎসের বৈচিত্র্য আনতে কোন দেশের তেল কোম্পানি পেট্রোব্রাসের (Petrobras) সাথে MoU চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর:- ব্রাজিল (Brazil)
- সম্প্রতি গড়ে ওঠা গুলাম নবী আজাদের নতুন দলের নাম কী?
উত্তর:- গণতান্ত্রিক আজাদ পার্টি (Democratic Azad Party).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।