28th November 2023 Current Affairs in Bengali Quiz | 28th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th November 2023 Current Affairs in Bengali Quiz | 28th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে28th November 2023 Current Affairs in Bengali Quiz | 28th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

28th November 2023 Current Affairs in Bengali Quiz | 28th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি জয়পুরের ওয়াক্স মিউজিয়ামে কোন ক্রিকেটারের মোমের মূর্তি স্থাপিত হতে চলেছে?

উত্তর:- বিরাট কোহলি

2. বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির কোথায় স্থাপিত হলো?

উত্তর:- তেলেঙ্গানা

3. সম্প্রতি অনুষ্ঠিত “Las Vegas Grand Prix 2023” জিতলেন কে?

উত্তর:- বেলজিয়াম-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen.

4. সম্প্রতি কোন লেখক ভ্যাকলভ হ্যাভেল সেন্টার কর্তৃক ‘lifetime disturbing the Peace award’ -এ সম্মানিত হলেন?

উত্তর:- সালমান রুশদি

5. পুরুষ ICC Cricket World Cup 2023 বিশ্বকাপে কোন খেলোয়ার সব থেকে বেশি শতরান করেছেন? 

উত্তর:- কুইন্টন ডি কক

6. সম্প্রতি প্রকাশিত “Thread By Thread” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- সত্য সরণ

7. সম্প্রতি অনুষ্ঠিত “National Squash Championship” জিতলো কে?

উত্তর:- আনাহাত সিং

8. ওয়েস্ট ইন্ডিজ -এর কোন ক্রিকেটার ৬ বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে ব্যান হলো?

উত্তর:- Marlon Samuels

9. সম্প্রতি অনুষ্ঠিত “Stars Asian International Film Festival” -এ সেরা অভিনেতার পুরষ্কার পেলেন কে?

উত্তর:- ইশবক সিং

10. সম্প্রতি ভারতের কোন রাজ্যে গ্লোবাল ফিশারিজ কনফারেন্স ইন্ডিয়া ২০২৩ অনুষ্ঠিত হলো?

উত্তর:- গুজরাট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।