28th November 2022 Current Affairs in Bengali | 28th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 28th November 2022 Current Affairs in Bengali | 28th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th November 2022 Current Affairs in Bengali | 28th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

28th November 2022 Current Affairs in Bengali | 28th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “লাল গ্রহ দিবস” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 28th নভেম্বর

  1. সম্প্রতি কোন কোম্পানি দেশের সবচেয়ে পরিশুদ্ধ তেল ও গ্যাস সরবরাহকারী কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল?

উত্তর:- BPCL (Bharat Petroleum Corporation Ltd.)

  1. সম্প্রতি G20 সম্মেলনের সিভিল সোসাইটির সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- এম. অমৃতানন্দময়ী (M.Amritanandmayi).

  1. কোন দেশ সম্প্রতি তাদের ‘নতুন জাতীয় নিরাপত্তা কৌশল’ প্রকাশ করলো?

উত্তর:- আমেরিকা

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘কমন সিভিল কোড’ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করলো?

উত্তর:- গুজরাট

  1. সম্প্রতি কোন রাজ্যে অবস্থিত মৌমলুহ গুহা প্রথম ভারতীয় ল্যান্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেল?

উত্তর:- মেঘালয়

  1. সম্প্রতি ‘ইন্ডিয়া: দ্য মাদার অফ ডেমোক্রেসি’ নামে বইটি কে প্রকাশ করলেন?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

  1. সম্প্রতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inácio Lula da Silva) কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন?

উত্তর:- ব্রাজিল

  1. বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর সম্প্রতি কোথায় উদ্বোধন করা হলো?

উত্তর:- কলকাতা

  1. সম্প্রতি ভারত কোন দেশকে হারিয়ে সুলতান অফ জোহর কাপ 2022 জিতলো?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. কোন রাজ্য সম্প্রতি দুর্যোগ মোকাবেলা করার জন্য ‘দুর্যোগ ব্যবস্থাপনা যোদ্ধা’ প্রস্তুত করার কথা ঘোষণা করলো?

উত্তর:- ওড়িশা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।