28th May 2023 Current Affairs in Bengali Quiz | 28th মে 2023 প্রতিযোগিতা মূলক পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th May 2023 Current Affairs in Bengali Quiz | 28th মে 2023 প্রতিযোগিতা মূলক পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th May 2023 Current Affairs in Bengali Quiz | 28th মে 2023 প্রতিযোগিতা মূলক পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

28th May 2023 Current Affairs in Bengali Quiz | 28th মে 2023 প্রতিযোগিতা মূলক পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1. সম্প্রতি “SAMARTH” নামক ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

উত্তর:- কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং।

2. U.T. Khader সম্প্রতি কোন রাজ্যের বিধান সভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হলেন?

উত্তর:- কর্ণাটক রাজ্যের।

3. ভারতের নতুন সংসদ ভবনের নকশাকার কে?

উত্তর:- ড. বিমল প্যাটেল।

4. অস্ট্রেলিয়ার Harris Park -এর নাম পরিবর্তন করে সম্প্রতি কী রাখা হলো?

উত্তর:- Little India

5. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘গেইনস’ স্টার্টআপ চ্যালেঞ্জ লঞ্চ করেছে?

উত্তর:- GRSE (Garden Reach Shipbuilders and Engineers).

6. যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- পাপুয়া নিউ গিনি

7. সম্প্রতি কোন দেশে বিজ্ঞানীরা নেকড়ে-কুকুরের সংকরায়নের প্রথম জিনগত সনাক্তকরণ খুঁজে পেয়েছেন?

উত্তর:- ভারত

8. সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হওয়া ‘সিটি অফ ডেড’ কোন দেশে অবস্থিত?

উত্তর:- মিশর

9. সম্প্রতি কোথায় ভারতের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তর:- অস্ট্রেলিয়ার ব্রিসবেনে

10. সম্প্রতি কে IDBI ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- জয়কুমার এস পিল্লাই (Jayakumar S Pillai).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।