Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th March 2023 Current Affairs Quiz in Bengali | 28th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th March 2023 Current Affairs Quiz in Bengali | 28th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ।
28th March 2023 Current Affairs Quiz in Bengali | 28th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ
- সম্প্রতি অনুষ্ঠিত হওয়া “মহিলা প্রিমিয়ার লিগ 2023” -এ চ্যাম্পিয়ন হলো কোন দল?
উত্তর:- মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians).
- পরিবেশের জন্য “Mission Lifestyle” প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- আসাম
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি কোন ব্যাঙ্কের উপর 30 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে?
উত্তর:- করুর বৈশ্য ব্যাঙ্ক (Karur Vysya Bank).
- সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালু হলো?
উত্তর:- মেঘালয়
- 2023 সালে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘আসাম বৈভব’ -এ কে সম্মানিত হলেন?
উত্তর:- ড. তপন সাইকিয়া (Dr Tapan Saikia).
- সম্প্রতি কোন ব্যাঙ্ক সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ‘সমস্ত আমানত ও ঋণ’ অধিগ্রহণ করেছে?
উত্তর:- ফার্স্ট সিটিজেনস ব্যাংক (First Citizens Bank).
- সম্প্রতি প্রকাশিত ‘War and Women’ শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- ড. এম.এ. হাসান
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) নতুন প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- দিলমা রুসেফ (Dilma Rousseff).
- ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি “Friendship Pipeline” -এর উদ্বোধন করা হলো?
উত্তর:- বাংলাদেশ
- ভারতের কোন রাজ্যে প্রথম ভাসমান রেস্তোরাঁ তৈরি হতে চলেছে?
উত্তর:- তামিলনাড়ু।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।