Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th June 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | ODI World Cup-2023. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th June 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | ODI World Cup-2023।
28th June 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023’ (Gender Gap Report 2023) প্রকাশ করেছে?
উত্তর:- World Economic Forum. (ভারতের স্থান – 127)
2. সম্প্রতি কোন রাজ্য “ABADHA” প্রকল্প বাস্তবায়ন করেছে?
উত্তর:- ওড়িশা
3. ODI বিশ্বকাপ-2023 -এর সময়সূচী অনুযায়ী, ফাইনাল ম্যাচটি ভারতের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর:- নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
4. ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:- ইন্দোনেশিয়া
5. আমেরিকার কোন শহরে দীপাবলিতে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে?
উত্তর:- নিউইয়র্ক
6. “এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023” -এ কয়টি ভারতীয় বিশ্ববিদ্যালয় শীর্ষ 200-এর মধ্যে তালিকাভুক্ত হয়েছে?
উত্তর:- 18 টি বিশ্ববিদ্যালয়
7. 27 শে জুন প্রধানমন্ত্রী মোদী কয়টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন?
উত্তর:- 05
8. G20 -এর 3য় ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- ঋষিকেশ, উত্তরাখণ্ড
9. ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সুপার ওভারে কোন দল সর্বোচ্চ স্কোর করেছে?
উত্তর:- নেদারল্যান্ডস [সুপার ওভারে 30 রান করে]
10. DBS ব্যাঙ্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- রজত ভার্মা (Rajat Verma)।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।