Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th January 2023 Current Affairs in Bengali | 28th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th January 2023 Current Affairs in Bengali | 28th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
28th January 2023 Current Affairs in Bengali | 28th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি লঞ্চ হওয়া বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল COVID-19 ভ্যাকসিনের নাম কি?
উত্তর- iNNCOVACC
- সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর- নরেশ লালওয়ানি (Naresh Lalwani).
- সম্প্রতি, দেশের গভীরতম মেট্রো স্টেশন কোথায় নির্মিত হতে চলেছে?
উত্তর- পুনে
- সম্প্রতি ইন্ডিয়া পোস্ট কোন রাজ্যে পার্সেল সরবরাহের জন্য তরঙ্গ মেল পরিষেবা চালু করেছে?
উত্তর- গুজরাট
- সম্প্রতি ভারত ক্রীড়া পরিকাঠামোর জন্য কোন দেশকে $40 মিলিয়ন সুবিধা প্রদান করেছে?
উত্তর- মালদ্বীপ
- সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘আন্তর্জাতিক কারুশিল্প সম্মেলন’ উদ্বোধন করলেন?
উত্তর- ওড়িশা
- সম্প্রতি কোন রাজ্য সরকার নাবালিকা মেয়েদের বিবাহকারী পুরুষদের বিরুদ্ধে কারাদণ্ডের বিধানকারী কঠোর আইনের অধীনে মামলা করার কথা ঘোষণা করেছে?
উত্তর- আসাম
- সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া স্করপেন শ্রেণীর সাবমেরিনটির নাম কী?
উত্তর- INS Vagir
- কোন ভারতীয়-আমেরিকানকে এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেলের গ্রেডে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে?
উত্তর- Raja J Chari
- সম্প্রতি কোন ভারতীয় কবি ব্রাজিলের একাডেমি অফ লেটারস এর সংশ্লিষ্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর- Abhay K.
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।