27th September 2022 Current Affairs in Bengali | 27th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 27th September 2022 Current Affairs in Bengali | 27th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th September 2022 Current Affairs in Bengali | 27th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



27th September 2022 Current Affairs in Bengali | 27th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস” (World Tourism Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 27th সেপ্টেম্বর

  1. গণিতে ব্রেকথ্রু পুরস্কার 2023 (Breakthrough Prize 2023) কাকে প্রদান করা হলো ?

উত্তর:- ড্যানিয়েল স্পিলম্যান (Daniel Spielman).



  1. সম্প্রতি কোন ভারতীয় ব্যাঙ্ক রুপি বাণিজ্যের জন্য RBI থেকে অনুমোদন পেল?

উত্তর:- UCO Bank

  1. কে সম্প্রতি State Insurance Corporation (ESIC) -এর Director General হিসেবে নিয়োজিত হলেন?

উত্তর:- রাজেন্দ্র কুমার

  1. কোন দেশ সম্প্রতি চাঁদে ‘চেঞ্জসাইট-(ওয়াই)’ নামের ‘লুনার স্ফটিক’ (‘Lunar crystal named ‘Changesite-(Y)’) আবিষ্কার করল?

উত্তর:- চীন

  1. UPI এর মাধ্যমে আন্তঃসীমান্ত লেনদেন সক্ষম করতে NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সাথে কোন কোম্পানি চুক্তি স্বাক্ষর করলো ?

উত্তর:- TerraPay

  1. নবজাতকের মৃত্যু বন্ধ করতে কোন রাজ্য সরকার বহনযোগ্য ডিভাইস ‘SAANS’ ব্যবহার করতে চলছে ?

উত্তর:- আসাম (Assam)

  1. সম্প্রতি চালু হওয়া ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ (ISL) অভিধান মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কী?

উত্তর:- সাইন শিখুন (Sign Learn)

  1. ভারতের ১ম ও বিশ্বের ৩য় বনবিদ্যা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে চালু হতে চলেছে ?

উত্তর:- তেলেঙ্গানা (Telangana)

  1. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ঝুলন গোস্বামী কোন রাজ্যের ক্রিকেটার ?




উত্তর:- পশ্চিমবঙ্গ

  1. সম্প্রতি AIIMS Delhi -এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- ড. এম. শ্রীনিবাস (Dr.M.Srinivas)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।