Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th October 2023 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th October 2023 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th October 2023 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কাকে তার জাতীয় আইকন হিসেবে নিযুক্ত করেছে?
উত্তর:- রাজকুমার রাও (Rajkumar Rao).
2. কোন খেলোয়াড় ODI বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন?
উত্তর:- গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell).
3. এশিয়ান প্যারা গেমসে ভারত সবচেয়ে বেশি পদকের রেকর্ড ভেঙেছে, এশিয়ান প্যারা গেমস কোন দেশে আয়োজিত হচ্ছে?
উত্তর:- চীন
4. ‘ফরেস্ট ফায়ার অ্যান্ড সার্টিফিকেশন’ বিষয়ে জাতিসংঘ ফোরামের আয়োজন করছে কোন দেশ?
উত্তর:- ভারত
5. জাতীয় স্তরের ‘সারস জীবিকা মেলা 2023’ কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর:- গুরুগ্রাম
6. ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অমল মুজুমদার (Amol Muzumdar).
7. ভারতের প্রথম রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) এর নাম কি?
উত্তর:- নমো ভারত (NaMo Bharat).
8. ভারতীয় মহাকাশ সেক্টরে প্রতিভা বিকাশের জন্য এয়ারবাস কোন IIT-এর সাথে চুক্তি করেছে?
উত্তর:- আইআইটি কানপুর (IIT Kanpur).
9. কোন প্রতিষ্ঠান ভারত জাতীয় সাইবার নিরাপত্তা অনুশীলন (NCX) 2023 আয়োজন করেছে?
উত্তর:- জাতীয় নিরাপত্তা পরিষদ (National Security Council).
10. কোন দেশ 2023 সালে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) এর 7 তম সংস্করণ আয়োজন করেছে?
উত্তর:- সৌদি আরব (Saudi Arabia).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।