27th October 2022 Current Affairs in Bengali | 27th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 27th October 2022 Current Affairs in Bengali | 27th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th October 2022 Current Affairs in Bengali | 27th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

27th October 2022 Current Affairs in Bengali | 27th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “অডিওভিজ্যুয়াল হেরিটেজ দিবস” (World Day for Audiovisual Heritage) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 27th অক্টোবর

  1. ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হচ্ছেন ?

উত্তর:- ঋষি সুনক (Rishi Sunak).

  1. 10 লক্ষ যুবকদের চাকরি দেওয়ার জন্য সম্প্রতি কে “রোজগার মেলা” (Rozgar Mela) এর 1ম পর্ব চালু করলেন।

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  1. সম্প্রতি কোন রাজ্যে “Honesty Shops” খোলা হলো?

উত্তর:- কেরালার এরনাকুলাম জেলায় ১৫টি স্কুলে।

  1. সম্প্রতি “Indian Banks’ Association” -এর চেয়ারম্যান হিসাবে কে পুননির্বাচিত হলেন?

উত্তর:- এ.কে. গোয়েল

  1. বর্ণবাদের বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয় কে?

উত্তর:- অশ্বিনী কে.পি. (Ashwini K.P.).

  1. সম্প্রতি MyGov, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের সিইও হিসাবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- আকাশ ত্রিপাঠী (Akash Tripathi).

  1. শহরে দূষণ কমাতে “Red Light on Gaadi off” ক্যাম্পেইন চালু করা হলো কোথায়?

উত্তর:- দিল্লি

  1. ভারতের কোন স্থানে 350 কোটি টাকা ব্যায়ে মেডিকেল ডিভাইস পার্ক তৈরি হতে চলেছে?

উত্তর:- হিমাচল প্রদেশের নালাগড়

  1. সম্প্রতি প্রকাশিত “From dependence to Self-Reliance” শিরোনামে বইটির রচয়িতা কে?

উত্তর:- বিমল জালান

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।