27th November 2022 Current Affairs in Bengali | 27th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 27th November 2022 Current Affairs in Bengali | 27th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th November 2022 Current Affairs in Bengali | 27th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

27th November 2022 Current Affairs in Bengali | 27th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কোন রাজ্য সর্বপ্রথম অডিট মহাপরিচালকের পদ প্রতিষ্ঠা করলো?

উত্তর:- তামিলনাড়ু

  1. কোন কোম্পানি ভারতের বৃহত্তম প্যাকেজড পানীয় জল কোম্পানি, Bisleri অধিগ্রহণ করতে চলছে?

উত্তর:- টাটা কনজিউমার

  1. সম্প্রতি প্রকাশিত “Now You Breathe” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- রাখী কাপুর

  1. সম্প্রতি প্রকাশিত “World’s Most Popular Leaders” তালিকায় শীর্ষস্থানে রয়েছেন কে?

উত্তর:- নরেন্দ্র মোদী

  1. ভারতে প্রথম G20 Sherpa Meeting কোন শহরে আয়োজিত হতে চলেছে?

উত্তর:- উদয়পুর

  1. ভারতের প্রথম মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে Asian Cup Table Tennis -এ মেডেল জিতলেন কে?

উত্তর:- মনিকা বাত্রা

  1. সম্প্রতি কোন ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োজিত হলেন সুব্রত কুমার?

উত্তর:- Bank of India

  1. সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের কোন গ্রাম ভারতের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট তকমা পেল?

উত্তর:- আরিত্তপত্তি

  1. সম্প্রতি কোন দেশের সেনা প্রধান হিসাবে নিয়োজিত হলেন লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির?

উত্তর:- পাকিস্তান

  1. প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে ২৭ বছরের চুক্তি স্বাক্ষরিত হলো?

উত্তর:- চীন ও কাতার

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।