Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th May 2023 Current Affairs in Bengali Quiz | 27th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th May 2023 Current Affairs in Bengali Quiz | 27th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th May 2023 Current Affairs in Bengali Quiz | 27th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘World Health Statistics 2023’ রিপোর্ট প্রকাশ করেছে?
উত্তর:- WHO (World Health Organisation).
2. সম্প্রতি “Sony Sports Network” -এর টেনিস অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- সানিয়া মির্জা-কে।
3. সম্প্রতি কোন রাজ্য সরকার শিশুদের জন্য “Niramaya Health Insurance Scheme” চালু করেছে?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
4. সম্প্রতি কৃত্রিম পা দিয়ে মাউন্ট এভারেস্টে আরোহণ করে নজির সৃষ্টি করলেন কে?
উত্তর:- নেপালের প্রাক্তন গোর্খা সৈনিক হরি বুধা মাগার।
5. ভারতে প্রথম কোন রাজ্য নিজেকে “সম্পূর্ণ ই-শাসিত রাজ্য” হিসেবে ঘোষণা করলো?
উত্তর:- কেরালা
6. মহারাষ্ট্র সরকার নাগরিকদের কাছে সরকারি স্কিম এবং পরিষেবাগুলিকে নিয়ে আসার জন্য কোন উদ্যোগ চালু করেছে?
উত্তর:- ‘শাসন আপ্ল্যা দারি‘ উদ্যোগ চালু করেছে।
7. IAMAI -এর চেয়ারপার্সন হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- হর্ষ জৈন (Harsh Jain).
8. সম্প্রতি কোন দুটি রাজ্য পর্যটন শিল্পে সহযোগিতা করার জন্য একটি Mou চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- গোয়া ও উত্তরাখণ্ড
9. সম্প্রতি “Taekwondo India” -র প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন?
উত্তর:- নামদেব শিরগাওনকার
10. আন্তর্জাতিক বুকার পুরস্কার 2023 জিতলো ‘টাইম শেল্টার’- নামক বিখ্যাত উপন্যাস, এটি কার লেখা?
উত্তর:- বুলগেরিয়ান লেখক জর্জি গোস্পোদিনভ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।