27th January 2023 Current Affairs in Bengali | 27th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th January 2023 Current Affairs in Bengali | 27th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th January 2023 Current Affairs in Bengali | 27th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

27th January 2023 Current Affairs in Bengali | 27th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. কো–উইনের পর, সরকার ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ডিজিটাইজ করার জন্য কোন পোগ্রাম লঞ্চ করেছে?

উত্তর:- U-WIN নামক পোগ্রাম লঞ্চ করেছে।

  1. সম্প্রতি কোথায় আয়োজন করা হচ্ছে ‘মামণি উৎসব 2023’ (Mamani Festival)?

উত্তর:- লাদাখ

  1. সম্প্রতি আমুলের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- শামালভাই বি প্যাটেল (Shamalbhai B Patel).

  1. কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য জল সংরক্ষণ প্রকল্প চালু করেছে?

উত্তর:- ঝাড়খণ্ড

  1. সম্প্রতি IIM আহমেদাবাদের ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ভারত ভাস্কর (Bharat Bhaskar).

  1. সম্প্রতি ‘100 ডেজ টু বিট প্লাস্টিক’ (100 Days to Beat Plastic) ক্যাম্পেইন কোথায় শুরু হয়েছে?

উত্তর:- দিল্লী

  1. সম্প্রতি প্রকাশিত ‘India’s Knowledge Supremacy: The New Dawn’ বইটি কে লিখলেন?

উত্তর:- ডঃ অশ্বিন ফার্নান্দেস

  1. কোন দেশ ‘FIDE World Championship 2023’ এর হোস্ট করতে চলছে?

উত্তর:- কাজাখস্তান

  1. কে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য 2022 সালের আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে?

উত্তর:- সূর্যকুমার যাদব (Suryakumar Yadav).

  1. সম্প্রতি ইউনেস্কো (UNESCO) বিশ্বের কোন শহরকে “বিশ্ব ঐতিহ্যবাহী স্থান” হিসাবে স্বীকৃতি দিলো?

উত্তর:- ইউক্রেনের ওডেসা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।