Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th February 2023 Current Affairs in Bengali | 27th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th February 2023 Current Affairs in Bengali | 27th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th February 2023 Current Affairs in Bengali | 27th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “মারাঠি ভাষা দিবস” (Marathi Language Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 27 ফেব্রুয়ারী
- “World NGO Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 27 ফেব্রুয়ারী
- সম্প্রতি কোন ভারতীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী “আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার” পেলেন?
উত্তর:- ড. মহেন্দ্র মিশ্র
- বিশ্বের ষষ্ঠ বৃহত্তম “Equity Market” হিসাবে ভারতকে অতিক্রম করলো কোন দেশ?
উত্তর:- যুক্তরাজ্য (ইংল্যান্ড)
- কোন রাজ্য সরকার সম্প্রতি খরসালির জানকি চাট্টি থেকে যমুনোত্রী ধাম পর্যন্ত রোপওয়ে নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- উত্তরাখণ্ড
- সম্প্রতি প্রবাসী বাঙ্গালীদের জন্য “আপন বাংলা” পোর্টাল লঞ্চ করলেন কে?
উত্তর:- মমতা ব্যানার্জি
- সম্প্রতি কোন রাজ্য ম্যানহোল পরিষ্কার করতে রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যবহার করে প্রথম রাজ্য হয়ে উঠেছে?
উত্তর:- কেরালা
- সম্প্রতি কোন রাজ্যের সংস্কৃতি উদযাপনের জন্য ‘বারিসু কন্নড় দিম দিমাভা’ উৎসবের আয়োজন করা হয়েছে?
উত্তর:- কর্ণাটক
- কে ভুটানের প্রথম ডিজিটাল নাগরিক হলেন?
উত্তর:- যুবরাজ জিগমে নামগেল ওয়াংচুক।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওতে কোন মাসটিকে ‘হিন্দু হেরিটেজ মাস’ হিসাবে ঘোষণা হয়েছে?
উত্তর:- অক্টোবর
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।