Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 27th August 2022 Current Affairs in Bengali | 27th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th August 2022 Current Affairs in Bengali | 27th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th August 2022 Current Affairs in Bengali | 27th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতের ১ম নাইট সাফারি কোথায় স্থাপন করা হবে?
উত্তরঃ লখনউ, উত্তরপ্রদেশ
2. নতুন DRDO প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ সমীর ভি কামত
3. নীতি আয়োগ কোন শহরকে সেরা উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে ঘোষণা করেছে?
উত্তরঃ হরিদ্বার
4. IMF-এ ভারতের নির্বাহী পরিচালক হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে?
উত্তর: কেভি সুব্রামনিয়াম
5. রাসায়নিক ও সার মন্ত্রক কোন পরিকল্পনা বাস্তবায়ন করেছে?
উত্তর: এক জাতি এক সার
6. বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় চালু হলো?
উত্তরঃ জার্মানি
7. মালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ কর্নেল আবদৌলায়ে মাইগা
8. ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারের জন্য কোন কোম্পানি UNESCO-এর সাথে চুক্তি করেছে?
উত্তরঃ রয়্যাল এনফিল্ড
9. SBI সিকিউরিটিজের নতুন MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ দীপক কুমার লাল্লা
10. IDFC এর পরবর্তী MD এবং CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ মহেন্দ্র শাহ
11. UEFA এর বর্ষসেরা খেলোয়াড় হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ করিম বেনজেমা
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।