27th April 2023 Current Affairs in Bengali Quiz | 27th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th April 2023 Current Affairs in Bengali Quiz | 27th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th April 2023 Current Affairs in Bengali Quiz | 27th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

27th April 2023 Current Affairs in Bengali Quiz | 27th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ‘বাড়ি থেকে ভোট’ চালু করা হয়েছে?

উত্তর:- কর্ণাটক

  1. সম্প্রতি কোন দেশ রতন টাটাকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে?

উত্তর:- অস্ট্রেলিয়া।

  1. ভারতের প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা কোন রাজ্যে উদ্বোধন করা হলো?

উত্তর:- কেরালা

  1. প্রতি বছর “বিশ্ব মেধাস্বত্ব দিবস” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 26 এপ্রিল

  1. সম্প্রতি প্রয়াত প্রকাশ সিং বাদল কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

উত্তর:- পাঞ্জাব

  1. বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করলেন?

উত্তর:- মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু

  1. কোন দেশ ‘ইউ-ইন্ডিয়া এভিয়েশন সামিট’-এর আয়োজন করতে চলছে?

উত্তর:- ভারত

  1. কোন দেশ তৃতীয় ব্যক্তিগত কোয়াড সামিট আয়োজন করবে?

উত্তর:- অস্ট্রেলিয়া

  1. T20 ক্রিকেটে দ্রুততম 200 উইকেট নেওয়া পেসার কে হয়েছেন?

উত্তর:- শাহীন আফ্রিদি (Shaheen Afridi).

  1. কোন দেশ বহুজাতিক বিমান মহড়া INIOCHOS-23 এর আয়োজন করতে চলছে?

উত্তর:- গ্রীস।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।