26th October 2023 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

26th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন কে?

উত্তর:- এন চন্দ্রশেখরন

2. সম্প্রতি G7 শীর্ষ সম্মেলন ২০২৩ কোন শহরে অনুষ্ঠিত হলো?

উত্তর:- হিরোশিমা

3. সম্প্রতি ভারতের প্রথম ন্যানো DAP প্ল্যান্ট কোন রাজ্যে উদ্বোধন হয়েছে?

উত্তর:- গুজরাট

4. সম্প্রতি কে ন্যাশনাল কো-অপারেটিভ ফর এক্সপোর্ট লিমিটেড চালু করলেন?

উত্তর:- অমিত শাহ

5. সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ডিস্কাস থ্রোতে কোন ভারতীয় সোনা জিতেছে?

উত্তর:- রাকেশ ভাইরা (Rakesh Bhaira).

6. বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট ‘হামুন’ ঘূর্ণিঝড়ের নাম রেখেছে কোন দেশ?

উত্তর:- ইরান

7. সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে ভূষিত হয়েছেন?

উত্তর:- অশোক গাডগিল (Ashok Gadgil).

8. সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক চালু করা তুলার ব্র্যান্ড নাম কি রাখা হয়েছে?

উত্তর:- কস্তুরী তুলা ভারত (Kasturi Cotton Bharat)

9. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মিশন মহিলা সারথি’ উদ্বোধন করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

10. সম্প্রতি জাতীয় গেমসের 37তম আসর কোন রাজ্যে অনুষ্ঠিত হলো?

উত্তর:- গোয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।