26th October 2022 Current Affairs in Bengali | 26th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 26th October 2022 Current Affairs in Bengali | 26th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th October 2022 Current Affairs in Bengali | 26th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

26th October 2022 Current Affairs in Bengali | 26th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “PMAY-U Awards 2021” অনুষ্ঠানে সেরা সম্মান পেল কোন রাজ্য?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. পরিবেশ রক্ষার্থে গুজরাটের কেভাদিয়াতে “Mission LIFE” পোগ্রাম লঞ্চ করলেন কে?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  1. কোন ব্যাংকটি DX 2022 পুরস্কার জিতল?

উত্তর:- কর্ণাটক ব্যাঙ্ক

  1. ত্রিপুরার প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজের উদ্বোধন করলেন কে?

উত্তর:- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

  1. কোন টাস্ক ফোর্স মায়ানমারকে তার দেশের “কালো তালিকা”য় রেখেছে?

উত্তর:- ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স

  1. সম্প্রতি আছড়ে পড়া ঘূর্ণিঝড় “সিত্রাং”-এর নামকরণ করেছে কোন দেশ?

উত্তর:- থাইল্যান্ড

  1. ২০২৩ সাল থেকে কোন দিনটিকে পাবলিক স্কুল হলিডে হিসাবে ঘোষণা করলো নিউ ইয়র্ক সিটি?

উত্তর:- দিওয়ালি দিন

  1. ২০২৩ সালের কোন মাসে চন্দ্রযান-৩ লঞ্চ করতে চলছে ISRO?

উত্তর:- জুন মাসে

  1. Quality Council of India (QCI) -এর নতুন চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- জক্ষয় শাহ

  1. সম্প্রতি Fire-Boltt কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত হলেন কে?

উত্তর:- বিজয় দেবরকোন্ডা

  1. ভারতের প্রথম ‘Migration Monitoring System’ উদ্বোধন করা হলো কোন স্থানে ?

উত্তর:- মুম্বাই

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।