26th May 2023 Current Affairs in Bengali Quiz | 26th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th May 2023 Current Affairs in Bengali Quiz | 26th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th May 2023 Current Affairs in Bengali Quiz | 26th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

26th May 2023 Current Affairs in Bengali Quiz | 26th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি জ্যাভলিন থ্রো-এর বিশ্ব র‍্যাঙ্কিং-এ প্রথম স্থান দখল করলো কে?

উত্তর:- টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া

2. 2023 সালে G-7 শীর্ষ সম্মেলনের আয়োজক কোন দেশ কোনটি?

উত্তর:- জাপান

3. সম্প্রতি ভারতীয় রেলওয়ে বাংলাদেশকে কয়টি ব্রডগেজ লোকোমোটিভ হস্তান্তর করেছে?

উত্তর:- 20টি ব্রডগেজ।

4. ভারতীয় ক্রিকেট টিমের নতুন কিট স্পনসর হিসেবে কোন কোম্পানির নাম ঘোষণা করা হলো?

উত্তর:- Adidas.

5. কোন রাজ্য সম্প্রতি নিষিদ্ধ তালিকা থেকে রাজ্যের বিন্দুযুক্ত জমিগুলি অপসারণ শুরু করেছে?

উত্তর:- অন্ধ্র প্রদেশ

6. কোন প্রতিষ্ঠান ‘গ্লোবাল অ্যানুয়াল টু ডিকাডাল ক্লাইমেট আপডেট’ প্রকাশ করেছে?

উত্তর:- WMO (World Meteorological Organization).

7. সম্প্রতি প্রকাশিত “Partitioned Freedom” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- রাম মাধব

8. সম্প্রতি কোন দেশের সাথে ‘Tiger Shark 40’ নামে নৌসেনা অনুশীলন শুরু করেছে বাংলাদেশ?

উত্তর:- আমেরিকা

9. সম্প্রতি T20 ক্রিকেট ১১ হাজার রান সম্পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে হলেন?

উত্তর:- রোহিত শর্মা

10. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘100 Days 100 Pays’ ক্যাম্পেইন চালু করেছে?

উত্তর:- Reserve Bank of India (RBI).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।