Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th March 2023 Bengali Current Affairs Quiz | 26th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th March 2023 Bengali Current Affairs Quiz | 26th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
26th March 2023 Bengali Current Affairs Quiz | 26th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- অনলাইন টেক্সট এডিটিং প্ল্যাটফর্ম “Grammarly” এর পরবর্তী সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- রাহুল রায় চৌধুরী (Rahul Roy Chowdhury).
- সম্প্রতি উত্তরাখণ্ডের কোন শহরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে চলেছে?
উত্তর:- হালদওয়ানি (Haldwani).
- সম্প্রতি কোন রাজ্য সরকার পানীয় জল পরিষেবা উন্নত করতে একটি ফরাসি উন্নয়ন সংস্থার সাথে চুক্তি করেছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
- সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী বৈদিক হেরিটেজ পোর্টাল (Vedic Heritage Portal) চালু করেছেন?
উত্তর:- অমিত শাহ
- কোন রাজ্য সরকার সম্প্রতি ‘মিডিয়াপারসন সুরক্ষা বিল 2023’ পাশ করেছে?
উত্তর:- ছত্তিশগড়
- সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘ট্রিপল থ্রেট রিপোর্ট’ (Triple Threat Report) প্রকাশ করেছে? উত্তর:- UNICEF.
- সম্প্রতি ভারতের কোন শহরে RBI-এর ডেটা সেন্টার এবং সাইবারসিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হতে চলেছে?
উত্তর:- ভুবনেশ্বর
- সম্প্রতি প্রকাশিত “A Matter of the Heart: Education in India” নামক বইটির কে লিখলেন?
উত্তর:- অনুরাগ বেহার
- কেরালার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Kerala Puraskarngal’ কে পেতে চলেছেন?
উত্তর:- এম.টি. বাসুদেবন
- সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত Global Coffee Giant Starbucks এর CEO হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- লক্ষণ নরসিমহান।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
❏ Current Affairs – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।