26th January 2023 Current Affairs in Bengali | 26th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th January 2023 Current Affairs in Bengali | 26th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th January 2023 Current Affairs in Bengali | 26th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

26th January 2023 Current Affairs in Bengali | 26th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. এবছর 26th জানুয়ারী কত তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে?

উত্তর:- ৭৪ তম প্রজাতন্ত্র দিবস।

  1. ভারত কোন দেশকে তার সংবিধানের “13 তম সংশোধনী” গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে?

উত্তর:- শ্রীলঙ্কা

  1. ASI সম্প্রতি 1200 বছরের পুরনো দুটি ক্ষুদ্র স্তুপ কোথায় আবিষ্কার করেছে?

উত্তর:- বিহার

  1. নিরাপত্তা বাড়ানোর জন্য কোন সশস্ত্র বাহিনী ‘Ops Alert’ অনুশীলন শুরু করেছে?

উত্তর:- Border Security Force (BSF).

  1. সম্প্রতি নিউজিল্যান্ডের ৪১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে?

উত্তর:- ক্রিস হিপকিন্স (Chris Hipkins).

  1. ‘India International Science Festival 2023’ -এর থিম কী?

উত্তর:- বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের সাথে অমৃত কালের দিকে যাত্রা।

  1. প্রসার ভারতী সম্প্রতি কোন দেশের জাতীয় মিডিয়া কর্তৃপক্ষের মধ্যে বিষয়বস্তু বিনিময়ের সুবিধার্থে একটি MoU চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- মিশর

  1. 2023 সালের প্রজাতন্ত্র দিবসে কতজন কর্মীকে ফায়ার সার্ভিস, হোম গার্ড এবং সিভিল ডিফেন্স পদক দেওয়া হয়েছে?

উত্তর:- 47 জন

  1. অস্কার পুরষ্কার 2023-এর সেরা ডকুমেন্টারি শর্টের জন্য কোন ভারতীয় চলচ্চিত্র মনোনীত হয়েছে?

উত্তর:- দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স (The Elephant Whisperers).

  1. প্রথম ইন্ডিয়া স্ট্যাক ডেভেলপার সম্মেলন কোন কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- নতুন দিল্লি

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।