26th February 2023 Current Affairs in Bengali | 26th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th February 2023 Current Affairs in Bengali | 26th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th February 2023 Current Affairs in Bengali | 26th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

26th February 2023 Current Affairs in Bengali | 26th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি শিশু মানবাধিকার ক্ষেত্রে UNICEF India -এর ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- আয়ুষ্মান খুরানা

  1. ২০২৩ সালে বলিউড অভিনেতা রণবীর কাপুর কোন চলচ্চিত্রের জন্য দাদা সাহেব ফালকে সেরা অভিনেতার পুরস্কার পেলেন?

উত্তর:- ব্রহ্মাস্ত্র

  1. সম্প্রতি কোন রাজ্যে উত্তর-ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মিত হতে চলেছে?

উত্তর:- হরিয়ানা

  1. ২০২৩ সালের ২৭ শে ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলা শিবমোগা বিমানবন্দরটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- কর্ণাটক

  1. সম্প্রতি ভারত থেকে “Frozen Seafood” আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ?

উত্তর:- কাতার

  1. NITI Aayog -এর নতুন CEO পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- বি.ভি.আর. সুব্রমনিয়াম

  1. সম্প্রতি কে আসামের ৩১ তম গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন?

উত্তর:- গুলাব চাঁদ কাতারিয়া

  1. ভারতের প্রথম কৃষি চ্যাটবট “Ama Krush AI” লঞ্চ করা হলো কোন রাজ্যে?

উত্তর:- উড়িষ্যা

  1. সম্প্রতি ভারতবর্ষের কোথায় পথশিশুদের জন্য ‘বাল স্নেহি’ নামে একটি বিশেষ বাস পরিসেবা চালু করা হলো?

উত্তর:- মহারাষ্ট্রের থানে

  1. সম্প্রতি কোন বলিউড অভিনেতা তিন মিনিটের মধ্যে সর্বাধিক সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন?

উত্তর:- অক্ষয় কুমার।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।