26th December 2023 Current Affairs in Bengali Quiz | 26th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 26th December 2023 Current Affairs in Bengali Quiz | 26th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th December 2023 Current Affairs in Bengali Quiz | 26th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

26th December 2023 Current Affairs in Bengali Quiz | 26th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. 2024 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন?

উত্তর:- ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

2. সম্প্রতি মুক্তি প্রাপ্ত হওয়া ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোট -এর নাম কি রাখা হয়েছে?

উত্তর:- Barracuda.

3. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় এয়ারলাইন কোম্পানি এক বছরে ১০০ মিলিয়ন যাত্রী পরিবহন এর রেকর্ড করেছে?

উত্তর:-  ইন্ডিগো (Indigo).

4. সম্প্রতি আবিষ্কৃত হওয়া COVID-19 -এর নতুন ভেরিয়েন্ট -এর নাম কি রাখা হয়েছে?

উত্তর:- IN.1

5. কোন আফগান NGO সংস্থা আন্তর্জাতিক জেন্ডার ইকুয়ালিটি পুরষ্কার লাভ করলো?

উত্তর:- Afghan Women Skills Development Center.

6. কোন বিখ্যাত ইসরায়েলি সিনেমা “গোল্ডেন বেঙ্গল টাইগার পুরস্কার 2023” পেল?

উত্তর:- Children of Nobody.

7. রেস্টলিং ফেডারেশান অব ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সঞ্জয় কুমার সিং

8. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে?

উত্তর:- গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় (Guru Nanak Dev University).

9. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল AI সামিট ফর ইন্ডিয়ান স্টার্টাপস -এ কোন ভারতীয় কোম্পানি স্থান লাভ করেছে?

উত্তর:- Genrobotics.

10. ভারতের কোন প্রতিবেশী দেশ ভারতের সাথে যুক্ত হয়ে ১০০০ বর্গ কিলোমিটার এর গ্রিন সিটি তৈরির পরকল্পনা করেছে? 

উত্তর:- ভুটান।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।