Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 26th August 2022 Current Affairs in Bengali | 26th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th August 2022 Current Affairs in Bengali | 26th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
26th August 2022 Current Affairs in Bengali | 26th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি ভারত কোন দেশের সাথে আন্তর্জাতিক শিক্ষায় একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
2. কোন শহরে, রাজস্থানের প্রথম সুসংগঠিত মোটর বাজার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে?
উত্তর:- কোটা
3. সম্প্রতি, রাজস্থানে রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক গেমসের মাসকট ‘শেরু’ কার দ্বারা উন্মোচন করা হয়েছে?
উত্তর:- অশোক গেহলট
4. সম্প্রতি কবে আন্তর্জাতিক দাস বাণিজ্য ও এর বিলোপের স্মরণ দিবস পালন করা হয়েছে?
উত্তরঃ- ২৩ আগস্ট
5. ব্যাঙ্কিং ব্যবস্থায় জালিয়াতি রোধ করার জন্য, বড় অঙ্কের ঋণ মঞ্জুর করার আগে কার কাছ থেকে ঋণগ্রহীতাদের তথ্য নেওয়ার জন্য কোন ব্যাঙ্কগুলি 20-পয়েন্ট স্ট্যান্ডার্ড ফর্ম্যাট নিয়ে এসেছে?
উত্তর:- ইকোনমিক ইন্টেলিজেন্স ব্যুরো
6. সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত 23তম সেন্ট্রাল জোনাল কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর:- অমিত শাহ
7. সম্প্রতি, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর কোন দেশে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন?
উত্তর:- প্যারাগুয়ে
8. ভারতের কোন রাজ্য প্রথমে একটি শিক্ষা জনপদ স্থাপনের পরিকল্পনা করছে?
উত্তর:- উত্তরপ্রদেশ
9. সম্প্রতি কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে?
উত্তর:- উজবেকিস্তান
10. সম্প্রতি কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি (NII) এর Director হিসাবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- দেবাশীষ মোহান্তি
11. ভারতের প্রথম বাণিজ্যিক মহাকাশ পরিস্থিতিগত সচেতনতা পর্যবেক্ষণ কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করা হবে?
উত্তর:- উত্তরাখণ্ড
12. সম্প্রতি প্রয়াত হয়েছেন আবদুল গাফফার নাদিয়াদওয়ালা। তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
উত্তর:- চলচ্চিত্র
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।