Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 25th September 2022 Current Affairs in Bengali | 25th সেপ্টেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th September 2022 Current Affairs in Bengali | 25th সেপ্টেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th September 2022 Current Affairs in Bengali | 25th সেপ্টেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের নতুন Director General হিসেবে কাকে নিয়োজিত করা হলো ?
উত্তর:- ভরত লাল (Bharat Lal)
2. সম্প্রতি ভারতের প্রথম Dugong কনজারভেশন রিজার্ভ কোথায় চালু করা হলো ?
উত্তর:- পল্ক বে, তামিলনাড়ু (Palk Bay, Tamil Nadu)
3. “আন্তর্জাতিক খরগোশ দিবস” (International Rabbit Day) কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- 24শে সেপ্টেম্বর
4. ঝুলন গোস্বামী কোথায় তার শেষ ম্যাচ খেললেন?
উত্তর:- লর্ডস, লন্ডন
5. সম্প্রতি ভারতের কোন বিখ্যাত লেখক German PEN Award পেলেন?
উত্তর:- মীনা কান্দাসামি
6. সম্প্রতি কে ICMR -এর Director হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- ডাঃ রাজীব বাহল (Dr Rajiv Bahl).
7. সম্প্রতি ছত্তিশগড় রাজ্য সরকার কোন প্রচারাভিযান শুরু করলো?
উত্তর:- ‘হামার বেটি হামার মান’ (Hamar Beti Hamar Maan)
8. সম্প্রতি কে YES Bank -এর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- R. Gandhi
9. সম্প্রতি 2020-21 NSS পুরস্কার প্রদান করলেন কে?
উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu).
10. সম্প্রতি কোন দেশের Hypertension Control ইনিশিয়েটিভ জাতি সংঘ দ্বারা পুরষ্কৃত হলো ?
উত্তর:- ভারত
11. সম্প্রতি প্রয়াত হলেন মহাকাশচারী Valery Polyakov তিনি কোন দেশের মহাকাশচারী ছিলেন?
উত্তর:- রাশিয়া
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।