25th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

25th October 2023 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন বিমানবন্দর ‘World’s most punctual airport’ এর তকমা পেল?

উত্তর:- রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

2. সম্প্রতি প্রকাশিত “Global Remote Work Index 2023” -এ ভারতের স্থান কত?

উত্তর:- ৬৪ তম

3. দীর্ঘ 40 বছর পর ভারতের সঙ্গে কোন দেশের ফেরি সার্ভিস ব্যবস্থা ফের চালু হলো?

উত্তর:- ভারত শ্রীলংকা

4. সম্প্রতি কোন দেশ “One student one student id” স্কিম লঞ্চ করল?

উত্তর:- ভারত

5. সম্প্রতি কোন রাজ্যে “শ্রদ্ধাঞ্জলি” নামে দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন করা হলো?

উত্তর:- আসাম

6. রঘুবর দাস সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর:- ওড়িশা

7. সম্প্রতি কোন মহাকাশ গবেষণা সংস্থা  ‘Psyche’ নামে স্পেসক্রাফট লঞ্চ করলো?

উত্তর:- NASA.

8. ভারতের কোন রাজ্যে ৩দিন ব্যাপী ‘Sri Anna Mahotsav’ আয়োজিত হলো?

উত্তর:- উত্তরপ্রদেশ।

9. সম্প্রতি কোন ফুটবল ক্লাব 2022-2023 La Liga title জিতল?

উত্তর:- বার্সেলোনা

10. সম্প্রতি প্রয়াত হলেন বিশন সিং বেদী, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- ক্রিকেট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।