25th November 2023 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th November 2023 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th November 2023 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

25th November 2023 Current Affairs in Bengali Quiz | 25th নভেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ‘সূর্য কিরণ’ (Surya Kiran) আয়োজিত হলো?

উত্তর:- নেপাল

2. ‘বজ্র প্রহর 2023’ নামক সামরিক মহড়া সম্প্রতি কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

উত্তর:- ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র

3. State Bank of India -এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বিনয় এস টনসে

4. সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত ‘ঘোল’ (Ghol fish) মাছকে রাষ্ট্রীয় মাছের মর্যাদা দেওয়া হয়েছে?

উত্তর:- গুজরাট

5. সম্প্রতি ISR একটি উচ্চ ফলনশীল কালো মরিচের জাত উদ্ভাবন করেছে, এর নাম কি?

উত্তর:- ‘চন্দ্র’ (Chandra)

6. সম্প্রতি কে জাতীয় ধাতুবিদ পুরস্কারে ভূষিত হলেন?

উত্তর:- ডাঃ দেবাশীষ ভট্টাচার্য

7. চতুর্থ ভারতীয় হিসেবে সম্প্রতি কে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন?

উত্তর:- ডঃ সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন

8. বিখ্যাত বিচারপতি বিবেক চৌধুরী সম্প্রতি কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন?

উত্তর:- পাটনা হাইকোর্ট

9. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ’14th Emissions Gap Report 2023′ প্রকাশ করেছে?

উত্তর:- UNEP

10. সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল গেমস ২০২৩ -এ কোন খেলোয়ার ”Best Male Athlete” এর শিরোপা জিতলেন?

উত্তর:- শ্রীহরি নটরাজ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।