Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 25th November 2022 Current Affairs in Bengali | 25th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th November 2022 Current Affairs in Bengali | 25th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th November 2022 Current Affairs in Bengali | 25th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- আন্তর্জাতিক সিস্টেম ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয়?
উত্তর:- ২৫শে নভেম্বর
- সম্প্রতি কোন ব্যাঙ্ক অটল পেনশন যোজনায় উচ্চ তালিকাভুক্তির জন্য জাতীয় পুরস্কার পেল?
উত্তর:- কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক
- ASEAN -এর 11 তম সদস্য হিসেবে সম্প্রতি কোন দেশকে অন্তর্ভুক্ত করা হলো?
উত্তর:- পূর্ব তিমুর (East Timor).
- PSLV-54 মিশনের মাধ্যমে ISRO পৃথিবী পর্যবেক্ষণকারী কোন উপগ্রহ উৎক্ষেপণ করতে চলছে?
উত্তর:- EOS-06
- ফক্সকনের সেমিকন্ডাক্টর স্ট্র্যাটেজি অফিসার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- চিয়াং শ্যাং-ই (Chiang Shang-yi).
- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- টি জি সীতারাম (T. G. Sitharam).
- সম্প্রতি কে ভারত থেকে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার (UN’s highest environmental award) জিতলেন?
উত্তর:- পূর্ণিমা দেবী বর্মন
- সম্প্রতি কোন নৃত্য শিল্পী সুমিত্রা চরত রাম পুরস্কারে ভূষিত হলেন?
উত্তর:- উমা শর্মা
- সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ছাড়লেন কোন তারকা ফুটবলার?
উত্তর:- ক্রিস্টিয়ানো রোনালদো (Cristiano Ronaldo).
- সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন Kassym-Jomart Tokayev?
উত্তর:- কাজাখস্তান
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।