Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th May 2023 Bengali Current Affairs Quiz | 25th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th May 2023 Bengali Current Affairs Quiz | 25th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th May 2023 Bengali Current Affairs Quiz | 25th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- সৌরভ গাঙ্গুলী -কে।
2. আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (FIBA), এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
উত্তর:- ডাঃ কে গোবিন্দরাজ (Dr K. Govindaraj)
3. সম্প্রতি পাপুয়া নিউগিনি এবং ফিজির সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন কে?
উত্তর:- প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি
4. “কমনওয়েলথ দিবস” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 24 মে
5. আসন্ন সিনিয়র ওয়ার্ল্ড তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ 2023 কোন শহর হোস্ট করবে?
উত্তর:- বাকু, আজারবাইজান
6. সম্প্রতি কোন সংস্থা ‘অপারেশন ধবস্ত’ নামক অভিযান আয়োজন করে?
উত্তর:- জাতীয় তদন্ত সংস্থা (National Investigation Agency)
7. লিন্ডা ইয়াক্কারিনো কোন মাল্টি-ন্যাশনাল এক্সচেঞ্জের CEO হিসাবে নিযুক্ত হলেন?
উত্তর:- টুইটার (Twitter).
8. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘FAME-II স্কিম’ বাস্তবায়ন করলো?
উত্তর:- ভারী শিল্প মন্ত্রণালয় (Ministry of Heavy Industry).
9. বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারক হিসেবে জাপানকে পিছনে ফেলে কোন দেশ প্রথম স্থান অধিকার করলো?
উত্তর:- চীন
10. সম্প্রতি প্রয়াত হলেন ‘রবার্ট ই লুকাস’ (Robert E Lucas) তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?
উত্তর:- অর্থনীতি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।