Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th June 2023 Current Affairs in Bengali | 25th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th June 2023 Current Affairs in Bengali | 25th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th June 2023 Current Affairs in Bengali | 25th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “World Vitiligo Day” কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 25th জুন।
2. সম্প্রতি কোন রাজ্য সরকার “ছাত্রদের গাণিতিক দক্ষতার উন্নতি” করার জন্য খান একাডেমি ইন্ডিয়ার সাথে একটি MoU চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- উত্তরপ্রদেশ
3. ভারত কোন দেশকে দেশীয়ভাবে নির্মিত ইন-সার্ভিস মিসাইল কর্ভেট ‘INS Kirpan’ উপহার দিয়েছে?
উত্তর:- ভিয়েতনাম
4. সম্প্রতি 20 শতকের প্রথম নারী কূটনীতিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কাকে?
উত্তর:- ডায়ানা আবগার (Diana Abgar) তিনি একজন আর্মেনীয় রাষ্ট্রদূত।
5. G20 ওয়ার্কফোর্স এনগেজমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- পাটনা
6. সম্প্রতি কোন দেশ ‘খালি সম্পত্তি পুনর্নির্মাণ অনুদান প্রকল্প’ ঘোষণা করেছে?
উত্তর:- ফ্রান্স
7. ভারতের গুপ্তচর সংস্থা RAW-এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- রবি সিনহা
8. RBI -এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- স্বামীনাথন জানকিরামন (Swaminathan Janakiraman).
9. কোন রাজ্যে জাতীয় যোগা অলিম্পিয়াড (National Yoga Olympiad) আয়োজন করা হবে?
উত্তর:- মধ্যপ্রদেশ
10. BSF এর নতুন মহাপরিচালক (Director General) হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- নিতিন আগরওয়াল (Nitin Aggarwal).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।