Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th January 2023 Current Affairs in Bengali | 25th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th January 2023 Current Affairs in Bengali | 25th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th January 2023 Current Affairs in Bengali | 25th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- জাতীয় ভোটার দিবস “National Voters’ Day” -কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 25th জানুয়ারী
- ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন দেশের সাথে একটি যৌথ প্রশিক্ষণ মহড়া Cyclone-1 শুরু করেছে?
উত্তর:- মিশর
- ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া মোবাইল অপারেটিং সিস্টেম “BharOS” কোন IIT প্রতিষ্ঠানে সফলভাবে পরীক্ষা করা হয়েছে?
উত্তর:- IIT Madras
- কতজন ছাত্রকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হলো?
উত্তর:- 11
- সম্প্রতি মালয়েশিয়া ওপেন 2023 -এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন?
উত্তর:- ভিক্টর অ্যাক্সেলসেন (Victor Axelson).
- সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রখ্যাত ব্যক্তিত্ব এ.ডি. দামোদরন, তিনি কে ছিলেন?
উত্তর:- বিজ্ঞানী
- কোন পেমেন্ট ব্যাঙ্ক সম্প্রতি ভারত বিল পেমেন্ট অপারেটিং ইউনিট হিসাবে কাজ করার অনুমোদন পেয়েছে?
উত্তর:- Paytm Payment Bank.
- সম্প্রতি অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের জন্য কে ‘গোল্ডেন কৈলাশ’ পুরস্কার পেয়েছেন?
উত্তর:- নানেরা (Nanera).
- কে সম্প্রতি ফেডারেল ব্যাংক সাহিত্য পুরস্কার 2023 পেয়েছেন?
উত্তর:- কে ভেনু (K Venu).
- সম্প্রতি সরকার সংখ্যালঘু ছাত্রদের দেওয়া কোন প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর:- পড়ো পরদেশ (Padho Pardesh)
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।