25th December 2023 Current Affairs in Bengali Quiz | 25th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th December 2023 Current Affairs in Bengali Quiz | 25th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th December 2023 Current Affairs in Bengali Quiz | 25th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

25th December 2023 Current Affairs in Bengali Quiz | 25th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতে প্রতিবছর “সুশাসন দিবস” (Good Governance Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 24th ডিসেম্বর।

2. সম্প্রতি ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো?

উত্তর:- হরিয়ানা

3. কোন মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান-৩ মিশনের জন্য “Leif Erikson Lunar Prize” জিতলো?

উত্তর:- ISRO.

4. কোন কোম্পানি বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানির স্থান অধিকার করেছে?

উত্তর:- ITC.

5. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার DJ, লাউড স্পিকার এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

6. সম্প্রতি আর্জেন্টিনা নতুন রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন?

উত্তর:- Javier Miley.

7. 2023 সালে কোন ইভেন্টটি গুগল সার্চ এর শীর্ষ স্থান অধিকার করেছে?

উত্তর:- Chandrayaan 3

8. 2023 সালে কোন ব্যাক্তি গুগল সার্চ এর শীর্ষ স্থান অধিকার করেছে?

উত্তর:- কিয়ারা আদভানি

9. সম্প্রতি প্রকাশিত “Best Cities to Live in India 2024” তালিকায় ভারতের কোন শহরটি শীর্ষ স্থান অধিকার করেছে?

উত্তর:- হায়দ্রাবাদ

10. সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলি সাইবার ক্রাইম থানা খোলার অনুমোদন দিয়েছে?

উত্তর:- 57টি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।