Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th April 2023 Daily Current Affairs In Bengali Quiz | 25th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th April 2023 Daily Current Affairs In Bengali Quiz | 25th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th April 2023 Daily Current Affairs In Bengali Quiz | 25th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব ম্যালেরিয়া দিবস” (World Malaria Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 24শে এপ্রিল
- সম্প্রতি কী উপলক্ষে কেন্দ্রীয় সরকার 100 টাকার কয়েন প্রকাশ করেছে?
উত্তর:- “মন কি বাত” 100তম পর্ব উপলক্ষে।
- সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন’ রিপোর্ট লঞ্চ করেছে?
উত্তর:- UNFPA
- সম্প্রতি কোন বিভাগ ‘কোয়ালিশন অফ কোস্টাল সিটিস টু কমব্যাট মেরিন লিটার’ চালু করেছে?
উত্তর:- বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্র বিভাগ
- সম্প্রতি কোন দেশ ”1 বিলিয়ন খাবার এনডাউমেন্ট” ক্যাম্পেইন চালু করেছে?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত (UAE).
- সম্প্রতি কে শিল্প প্রচার ও অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের (DPIIT) সচিব হিসাবে নিয়োজিত হলেন?
উত্তর:- রাজেশ কুমার সিং
- টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত 7,000 রান করা প্রথম ভারতীয় কে হলেন?
উত্তর:- k.L. Rahul
- সম্প্রতি কোন রাজ্য ”এক পঞ্চায়েত এক খেলার মাঠ” প্রকল্প শুরু করেছে?
উত্তর:- কেরালা
- কোপ ইন্ডিয়া 2023 -এর অধীনে, কোন রাজ্যে ভারত ও আমেরিকার বিমান বাহিনী যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে?
উত্তর:- পশ্চিমবঙ্গ
- IPL 2023 এর ফাইনাল ম্যাচটি কোন মাঠে অনুষ্ঠিত হবে?
উত্তর:- নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।