24th May 2023 Current Affairs in Bengali Quiz | 24th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 24th May 2023 Current Affairs in Bengali Quiz | 24th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th May 2023 Current Affairs in Bengali Quiz | 24th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

24th May 2023 Current Affairs in Bengali Quiz | 24th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার বেকারদের জন্য ‘Mukhya Mantri Sikho Kamao Yojana’ চালু করেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

2. রাস্তা মেরামতি সংক্রান্ত অভিযোগ জানাতে ‘Patch Reporting App’ নামক অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

উত্তর:- উত্তরাখণ্ড

3. সম্প্রতি BharatPe -কে সরিয়ে ICC -এর গ্লোবাল স্পন্সর হিসেবে সম্প্রতি কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো?

উত্তর:- Mastercard

4. ভারতে সম্প্রতি কোন মেট্রো স্টেশন QR কাগজের টিকিট চালু করেছে?

উত্তর:- দিল্লি

5. উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য ’75/25′ উদ্যোগ চালু করলো কোন মন্ত্রক?

উত্তর:- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

6. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘জল রাহাত’ (Jal Rahat) বন্যা ত্রাণ মহড়া আয়োজন করলো?

উত্তর:- আসাম

7. “LOGISEM-23” –ন্যাশনাল লজিস্টিক ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজক শহর কোনটি?

উত্তর:- নয়াদিল্লি

8. কোন সালটিকে নেপাল সরকার ‘Special Tourism Year’ হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে?

উত্তর:- 2025 সালকে

9. Data Security Council of India (DSCI)-র চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে নিয়োজিত করা হলো?

উত্তর:- প্রমোদ ভাসিন

10. ভারতের কনিষ্ঠতম মহিলা হিসেবে সম্প্রতি কে মাউন্ট এভারেস্ট জয় করলেন?

উত্তর:- ইয়াশী জৈন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।