Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 24th February 2023 Current Affairs in Bengali | 24th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th February 2023 Current Affairs in Bengali | 24th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th February 2023 Current Affairs in Bengali | 24th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন দেশ ‘দ্য এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট’ -এ যোগ দিয়েছে?
উত্তর:- ভারত
- সম্প্রতি কোন ভারতীয় আমেরিকান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2024 এর জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছেন?
উত্তর:- বিবেক রামাস্বামী (Vivek Ramaswamy).
- কোন ভারতীয় দাবা খেলোয়াড় ভারতের ৮০তম গ্র্যান্ডমাস্টার হলেন?
উত্তর:- ভিগনেশ এনআর (Vignesh NR).
- ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্প্রতি কোন দেশের সাথে একটি MoU চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- সেশেলস (Seychelles).
- সম্প্রতি 18তম বিশ্ব নিরাপত্তা কংগ্রেস ভারতের কোন শহরে শুরু হয়েছে?
উত্তর:- জয়পুর
- চলতি বছরের আগস্টে কোন দেশ প্রথমবারের মতো মালাবার নৌ মহড়ার আয়োজন করতে চলছে?
উত্তর:- অস্ট্রেলিয়া
- সম্প্রতি “জ্ঞানাপ্পা পুরস্কার 2023” পুরস্কার কে জিতলেন?
উত্তর:- ভি. মধুসূদনন নায়ার
- IPL 2023 এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- এইডেন মারকাম (Aiden Markam).
- সম্প্রতি বর্ণ বৈষম্য নিষিদ্ধ করার প্রথম মার্কিন শহর কোনটি?
উত্তর:- সিয়াটেল (Seattle).
- সম্প্রতি “অমৃত নাগরোথানা প্রকল্প” ভারতের কোন রাজ্যে বাস্তবায়িত হতে চলেছে?
উত্তর:- কর্ণাটক।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।